Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

কি সেবা কিভাবে পাবেন

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র যে সব সেবা প্রদান করা হয়  তা নিম্নরুপঃ

 

'ক'

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনা মূল্যে)

গর্ভবতী সেবা

স্বাভাবিক প্রসব সেবা

গর্ভোত্তর সেবা

এম আর সেবা

নবজাতক এর সেবা 

ই পি আই সেবা

পাঁচ বছরের কম বয়সী শিশূদের সেবা

প্রজনন তন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা

ভিটামিন 'এ' ক্যাপসুল বিতরণ।

 

'খ'

 

পরিবার পরিকল্পনা সেবা  (বিনা মূল্যে) প্রদত্ত

জন্ম নিয়ন্ত্রন বিষয়ে পরামর্শ প্রদান।

আই ইউ ডি / কপারটি, ইমপ্লানন, খাবার বড়ি, জন্ম নিরোধক ইনজেকশন,

এন এস ভি /ভ্যাসেকটমি ( স্থায়ী পদ্ধতি ),

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা প্রদান।

 

'গ'

 

অন্যান্য সেবা বিনামূল্যে প্রদত্ত

সাধারণ রোগীর সেবা

স্বাস্থ্য শিক্ষামূলক সেবা

বয়ঃসন্ধিকালিন সেবা ( কৈশর প্রজনন স্বাস্থ্য সেবা )

 

'ঘ'

 

প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।

 

'ঙ'

 

এছাড়া নির্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসূতি সেবা/ সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান করা।